Homeबांग्लाবিশিষ্ট ব্যক্তিত্বদের বিভূতি সম্মান প্রদান করা হয়

বিশিষ্ট ব্যক্তিত্বদের বিভূতি সম্মান প্রদান করা হয়

নতুন দিল্লি  (এজেন্সি)। শুক্রবার অমরেন্দ্র ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা, চিকিৎসা, শিল্প ও সমাজসেবা এবং অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ভারত বিভূতি সম্মানে ভূষিত করা হয়েছে। সকলকে এই সম্মান প্রদান করেন প্রধান অতিথি বিজেপির জাতীয় সম্পাদক ডঃ অলকা গুর্জার, সিনিয়র অ্যাডভোকেট ডঃ জি.ভি. রাও, ডিজি ডিফেন্স অভয় সিং, অধ্যাপক যোগেশ কুমার, উপাচার্য মিঃ বি এন মিশ্র এবং রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার পরিচালক অমরেন্দ্র পাঠক।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্যও পরিবেশিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব ও সমন্বয় করেন সাংবাদিক ও সংগঠনের প্রতিষ্ঠাতা নভেশ কুমার। এ উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। যেখানে অ্যাডভোকেট রঞ্জিতা রাজ, ক্যাপ্টেন রমা আর্য, সিনিয়র সাংবাদিক এবং সার্ক সাংবাদিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ড. সমরেন্দ্র পাঠক, বিজেপির জাতীয় মুখপাত্র বিনিতা হরিহরন, শ্রী অভয় সিনহা, শ্রী হীরা লাল প্রধান, অধ্যাপক অমরেন্দ্র ঝা প্রমুখ বক্তব্য রাখেন। আধুনিক ভারতে মহিলাদের জন্য সংগ্রাম এবং মহিলাদের সমান সুযোগ এবং কৃতিত্বের বিষয়ে মতামত ভাগ করে নেয়।

ভারত বিভূতি পুরষ্কার দেওয়া ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন আইপিএস আনন্দ মিশ্র, উপাচার্য ড. সাকেত কুশওয়াহা, শ্রীমতি বিনিতা হরিহরন, শ্রীমতি লায়লা পারভীন, ডক্টর ঈশা গর্গ, ডক্টর শাহীন আলম এবং শ্রীমতি অর্পিতা স্বামী।

অন্য ক্যাটাগরিতে পন্ডিত। গোবিন্দ মিশ্র, ডাঃ কুমার গৌরব, অ্যাডভোকেট জগদীশ চৌহান, শ্রী মনোজ কুমার, মিসেস নীলম ঝা, ইঞ্জিনিয়ার বেচন ঝা, মিস সুনিতা চৌধুরীকে সামাজিক মর্যাদা দেওয়া হয়েছিল। শ্রী ওম ভাটি, শ্রীমতি পুষ্প দেবীকে কালা বিভূতি, শ্রী অনুজ ঝা, শ্রী নবনীত দ্বিবেদীকে শিক্ষা বিভূতি এবং অ্যাডভোকেট দীনেশ সাহু, মিঃ খোমচাঁদ সাহু, জনাব আশীষ পাঠক, মিস শমা রমন, শ্রী নন্দ কিশোরকে দেওয়া হয়। রাইকে যুব বিভূতি সম্মান দেওয়া হয়। (এল.এস)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments